শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শোয়াইব হোসেন নামে (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বাঘারপাড়া উপজেলার ভাতুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়াইব হোসেন এদিন সকাল ৯ টার দিকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে বাঘারপাড়া খাজুরা সড়কের নলডাঙ্গায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলসহ শোয়াইব কে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী ট্রাক চালক পলাশ অধিকারী ও হেলপার বায়েজিদ কে ধরে গণপিটুনি দিয়ে বাঘারপাড়া থানা পুলিশে সোপর্দ করে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন