শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে মাদকসহ নারী আটক

যশোর প্রতিনিধি

যশোরে মাদকসহ রেখা খাতুন নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। সোমবার বিকেলে শহরের ষষ্টিতলাপাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। রেখা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হাফিজুল ইসলাম মরার স্ত্রী। তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, শহরের চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে মিন্টু ও নার্গিস নামে আরো দুইজনকে আটক করা হয়েছে। তাদের মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। দুইজনের কাছ থেকে ৫০ গ্রাম করে গাঁজা উদ্ধার হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদন্ড দিয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন