রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ফেনসিডিলসহ যুবক আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিলসহ আব্দুল মজিদ (৩৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ১০ টার সময় স্থানীয় খড়িডাঙ্গা গ্রাম থেকে ফেনসিডিলসহ হাতেনাতে মজিদকে আটক করা হয়। আব্দুল মজিদ বেনাপোল কাগজপুকুর গ্রামের আলী হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ হোসেন ফেনসিডিলসহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মজিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন