রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মনিরামপুর প্রতিনিধি

র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে শনিবার ৭ নভেম্বর যশোরের মণিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেল পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুজার সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার। মণিরামপুর সার্ভেয়ার সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক ইলিয়াস হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার সমবায় সমিতির সভাপতি তরুন কুমার শীল, কপালিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি পরিতোষ সরকার, মেসবাহ উদ্দীন প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন