শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি

যশোর শহরের খড়কি দক্ষিণপাড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ইমরান হোসেন (২৪) নামে এক যুবলীগ কর্মীকে সন্ত্রাসীরা মারপিট ও ছুরিকাঘাত করেছে। তিনি ওই এলাকার হোসেন আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বড় ভাই নাজিম হোসেন বাহাদুর জানান, খড়কি দক্ষিণপাড়ায় রিপন ওরফে বোমা রিপন, ইলাহী, ধলা ও জনি মাদক ব্যবসা করে। এসব কারবারিরা প্রতিদিন তার বাড়ির সামনে বসে মাদকের চালান সরবরাহ করে। বুধবার বিকেলে এরা মাদক সেবন করে তার বাড়ির সামনে হট্টগোল করছিল। তখন তিনি বেরিয়ে এসে তাদের নিষেধ করলে তারা ইমরানকে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন