রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার যশোর আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করার সময় উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত ভেনু মোল্যার ছেলে আব্দুল বারেক মোল্যা, মাদারডাঙ্গা গ্রামের মৃত মাদার মহলদারের ছেলে বাবর আলী মহলদার, আগরহাটি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, কেদারপুর গ্রামের মৃত জোনাব আলী সরদারের ছেলে হানেফ সরদার, মির্জাপুর গ্রামের আজব আলীর ছেলে জিয়াউর রহমান, কাবিলপুর গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী মেহেরুন নেছা, মৃত ধোনাইয়ের ছেলে আজিম উদ্দিন, কোমরপুর গ্রামের শামসুর মুন্সির ছেলে এরশাদ আলী ও মির্জানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আশরাফ উদ্দীনকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন