বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর কপোতাক্ষ মহিলা সংস্থার উদ্যোগে রোববার সকালে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অফিসের নিজস্ব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন শিখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও সমাধান সংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ মুনছুর আলী। বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন, মেহেদী হাসান তামিম, উপজেলা ম্যানেজার শাহিদা খাতুন, আফরোজা পারভীন, গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল-মামুন। কার্যক্রমের আওতায় রোগীদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সরবরাহ করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন