শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝিকরগাছায় বিক্ষোভ

ঝিকরগাছা প্রতিনিধি

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে প্রস্তাবিত বাঁকড়া থানার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনা সভায় বক্তারা ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন ও তাদের সাথে রাষ্ট্রীয় সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বাঁকড়ার ইমাম পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদুর রশিদ রিয়াদ, মাওলানা রাহানুর রহমান, মাওলানা মফিজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজিবর রহমান শিশির প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাঁকড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন