শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরের আবাসন ব্যবসায়ী হিরকের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি

যশোরের আবাসন ব্যবসায়ী এসএইচ বিল্ডার্সের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম হিরকের বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা হয়েছে। ২ লাখ ৬৪ হাজার আটশ’ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলাটি করেছেন শংকরপুরের আবু হোসেনের ছেলে আসাদ বিন হোসেন। বিষয়টি আমলে নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট সাইফুদ্দীন হোসাইন অভিযুক্ত হিরকের প্রতি সমন জারি করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স রাজ্জাক স্টিল হাউজ থেকে রফিকুল ইসলাম হীরক বাকিতে রড ক্রয় করেন। এ বাবদ গত ২৩ আগস্ট ইউসিবি ব্যাংক যশোর শাখার বিপরীতে ২ লাখ ৬৪ হাজার আটশ’ টাকার চেক প্রদান করেন। চেকটি নিয়ে ব্যাংকে গেলে তা ডিজঅনার হয়।এরপর বাদী ৩ সেপ্টেম্বর রফিকুল ইসলাম হিরককে লিগ্যাল নোটিশ প্রদান করেন। কিন্তু তাতেও হিরক কর্ণপাত করেননি। বাধ্য হয়ে বাদী বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন