শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে মহাজোটের প্যানেল ঘোষণা

যশোর প্রতিনিধি

যশোর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন মহাজোটের প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে প্যানেল ঘোষণার পর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক পিপি এম ইদ্রিস আলী।

নির্বাচনে মহাজোটের প্রার্থীরা হলেন, সভাপতি পদে গাজী আব্দুল কাদির, সহসভাপতি খন্দকার মেয়াজ্জেম হোসেন মুকুল ও জিএম আবু মুছা, সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, যুগ্ম সম্পদক নাসির উদ্দীন ও আফরোজা সুলতানা রনি, গ্রন্থাগার সম্পাদক শহিদুল ইসলাম (৬), কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, নব কুমার কুন্ডু, রেজাউর রহমান, আরিফ শাহরিয়ার ও উদয়ন বিশ্বাস।

আলোচনা করেন জিপি বাহাউদ্দিন ইকবাল, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক জিপি সোহেল শামীম, অশোক রায়, জিএম আবু মুছা প্রমুখ। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন