যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

মনিরামপুর ও যশোর প্রতিনিধি

মণিরামপুরে র‌্যাব অভিযান চালিয়ে ধারালো হাঁসুয়া ও চাইনিজ কুড়ালসহ তাজমুল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে। আটক তাজমুল যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের মৃত আবু বক্কর গাজীর পুত্র। তাকে শুক্রবার ২৩ অক্টোবর মণিরামপুর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কুয়াদা বাজার সংলগ্ন ঢাকুরিয়া সড়কের পাশে অভিযান চালিয়ে একটি পোল্ট্রি মুরগির দোকান থেকে তাজমুলকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ২টি হাঁসুয়া, ২টি চাইনিজ কুড়াল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মণিরামপুর থানা পুলিশ জানায়, ধারালো অস্ত্রসহ আটক ব্যক্তিকে শুক্রবার থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি কর্মকর্তা আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন