ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাওন (২২) নামে এক যুবক নিহত ও আরোহী রিফাত (১৯) আহত হয়েছে। আজ বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাওন ঝিকরগাছা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী চয়েজ অব ফ্যাশনের মালিক সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, শাওন ও তাদের দোকানের কর্মচারী রিফাত বিকেলে ঝিকরগাছা বাজার থেকে কৃর্ত্তিপুর ঝাউদিয়া বাড়ির দিকে যাচ্ছিল। শাওন মোটরসাইকেলটি চালাচ্ছিল, পেছনে ছিল রিফাত। তারা যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কৃর্ত্তিপুর ইসলাম মার্কেটের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে এ্যাম্বুলেন্সে শাওনকে যশোর মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। রিফাতকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই ইকরামুল বলেন,  এ বিষয়ে অবগত নই।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন