যশোরে সংবাদ সম্মেলন

মেয়াদ উত্তীর্ণ বেনাপোল পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবি

যশোর প্রতিনিধি

মেয়াদ উত্তীর্ণ বেনাপোল পৌরসভায় দ্রুত নির্বাচন দেয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়ে রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌরবাসী ব্যানারের একটি সংগঠন এর আয়োজন করেন। সংবাদ সম্মেলনে দীর্ঘ ৫ বছর ধরে পৌরসভার নির্বাচন ঝুলে থাকায় বর্তমান মেয়রকে দায়ী করেন সংগঠনের নেতৃবৃন্দ।

পৌরবাসীর পক্ষে সংগঠনের আহ্বায়ক মোস্তাক হোসেন স্বপন লিখিত বক্তব্যে বলেন, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠার পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৪ সালে সীমানা সংক্রান্ত জটিলতার কথা বলে মামলা করে তাদের কিছু অনুসারী। এর বিপরীতে ২০১৮ সালের পুরনো সীমান্ত এলাকা নিয়ে নির্বাচনের দাবিতে আদালতে একটি রিট করা হয়। রিটের বিপরীতে আদালত নির্বাচনের পক্ষে রায় দেন। এরপর কমিশন যখনই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল তখন পৌরসভার জনপ্রতিনিধিদের অনুসারীরা পাল্টা মামলা করেন। সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে তারা একের পর এক ৯টি মামলা করেন। তাদের এসব কারণে বেনাপোল পৌরবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান মোস্তাক হোসেন স্বপন। একই সাথে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। নির্বাচন না হওয়া পর্যন্ত বেনাপোল পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়ার দাবি জানান তিনি।

বেনাপোল পৌরবাসীর দাবি, সীমানা জটিলতা মামলা থাকা অবস্থায় নির্বাহী আদেশে পুরোনো সীমান্তের ভোটারদের নিয়ে দ্রুত নির্বাচন হোক। যাতে বেনাপোলের মানুষ তাদের নাগরিক অধিকার ফিরে পায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বেনাপোল পৌরসভার সাধারণ নাগরিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরবাসী কমিটির সদস্য সচিব মহাসিন মিলন, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহ আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা পরিষদ সদস্য ওহিদুজ্জামান ওহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন