খুলনার মাদক বিক্রেতা বেনাপোলে গাঁজাসহ গ্রেপ্তার

শার্শা প্রতিনিধি

বেনাপোল রেলষ্টেশন এলাকায় থেকে এক কেজি গাঁজা সহ নুরুল ইসলাম টিপু (৬০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০ টারদিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে খুলনা দিঘলিয়া থানার চন্দনীমল গ্রামের আমির আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল ইসলাম টিপু নামে এক মাদক বিক্রেতাকে গাঁজার একটি চালান নিয়ে বেনাপোল রেলষ্টেশন এলাকায় অবস্থান করছে । এমন সংবাদে তার নেতৃত্বে এসআই রোকনুজজামান ও অন্যান্য সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে । আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মামুন খান।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন