শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিকরগাছায় গৃহবধূ গণধর্ষণের শিকার, আটক ১

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় মোবাইল ফোনে ডেকে এনে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা হয়েছে। এ ঘটনায় চারজনের নামে মামলা হয়েছে। পুলিশ এদিন দুপুরে এ ঘটনার মূলহোতা রফি মিয়া শুভকে (২৫) গ্রেফতার করেছে।

থানার ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মেজবাউদ্দীন আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোস্তপুর গ্রামের ওই নারীকে (৩০) তার শ্বশুরালয়ের আত্মীয় রফি মিয়া শুভ মোবাইল ফোনে মিসকল দেন। এরই জের ধরে রাত ৯টার দিকে রফি মিয়া শুভ আবারো ফোন করে ওই নারীকে বাড়ির বাইরে আসতে বলে। তখন শুভ ওই নারীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের গোয়ালদাহ মাঠে একটি বেগুনের ক্ষেতে নিয়ে যায়। সেখানে পালাক্রমে দোস্তপুর গ্রামের রাহুল হোসেন (২২), সোহান হোসেন (২৩) ও সাদ্দাম হোসেন (২০) তাকে ধর্ষণ করে। এরপর রাতেই ঝিকরগাছা থানায় অভিযোগ করা হলে পুলিশ রফি মিয়া শুভকে আটক করে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। সে দোস্তপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকে।

ওসি আরো জানান, এ ঘটনায় বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন