অভয়নগরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা

অভয়নগর প্রতিনিধি

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই শ্লোগানে অভয়নগরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হাইসোয়া’র সহযোগিতায় বুধবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুক্তা খাতুন। দেবাশীষ দাস নান্টু সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাইসোয়া প্রকল্পের প্রতিনিধি জলি আক্তার। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন