শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক মিজান ও উপপরিদর্শক সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে উপজেলার বগা গ্রামে অভিযান চালিয়ে ফারুক হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। এসময় তাদের বাড়ি থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সে ওই গ্রামের জব আলীর ছেলে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, গাঁজাসহ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন