রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরের মনিহারে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

গেজেট ডেস্ক

যশোরের মনিহারে বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে মনির নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।বৃহস্পতিবার রাতে মনিহার সিনেমা এলাকায় একটি কোল্ড স্টোরেজের পাশে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী জানান, রাজশাহীতে একটি হাসপাতালে আয়ার কাজ করেন তিনি। সেখান থেকে এমকে পরিবহনের একটি বাসে করে যশোরে আসেন তিনি। বাস থেকে নামার পর মাগুরার বাড়ি যেতে যানবাহন খুঁজছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় গাড়ি না পেয়ে পূর্বপরিচিত বাস শ্রমিক মনির নামে একজনকে বিষয়টি জানান।

পরে, মনির কৌশলে তাকে একটি বাসে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওই নারীর। ঘটনা জানার পর জড়িত অভিযোগে মনিরসহ ৬ বাস শ্রমিককে আটক করে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে ভূক্তভোগী নারীকে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন