শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে টেলিভিশনে সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম মনার স্ত্রী বৃষ্টি খাতুন (২০) টেলিভিশনে সিরিয়াল দেখছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গোলযোগ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে সাইফুল ইসলাম মনা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুৃপিয়ে ও গলা কেটে স্ত্রী বৃষ্টি খাতুনকে খুন করে। এরপর পাষন্ড স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কেশবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর স্বামী অভিযুক্ত সাইফুল ইসলাম মনাকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন