শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ২ টি ওয়ান সুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন অপরাধীকে আটক করতে পারিনি তারা। সোমবার সকালে দৌলতপুর গ্রামের একটি আমবাগানের মধ্যে হতে অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতপুর গ্রামের একটি আমবাগানে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ২টি ওয়ান সুটারগান ও ৪ রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়।পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন