শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেনাপোলে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১

শার্শা প্রতিনিধি

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ জুয়েল মিয়া (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, একজন মাদক পাচারকারী ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান এনে সাদিপুর গ্রামে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ জুয়েল মিয়াকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সীমান্তের সাদিপুর গ্রাম থেকে জুয়েলকে আটক করা হয়। আটক জুয়েল খুলনার তেরখাদ গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে ।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন