Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাঘারপাড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিথীকা বিশ্বাস

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদেরর চেয়ারম্যান কাজলের মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল গত ৭ সেপ্টেম্বর সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এ কারণে তার পদটি শূন্য হয়ে যায়। উপজেলা পরিষদের বিধিমালা, ২০১০ এর বিধি ১৫ অনুযায়ী বর্ণিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ১ বিথীকা বিশ্বাসকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হল। ১৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ পত্র বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ হাতে পেয়েছেন বলে সকলকে নিশ্চিত করেছেন। বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিথীকা বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল মৃত্যুবরণ করেন।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন