Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোর কেন্দ্রীয় কারাগারে তহিদুল ইসলাম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার জেনারেল হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরাপাটনা গ্রামের মৃত ফরহাদ সরদারের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, তহিদুল ইসলামকে খুলনার দায়রা জজ আদালত ২০১৭ সালের ২১ মে মাদক মামলায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তার মামলা নম্বর ৩৪৯/১৬। খুলনা জেলা কারাগার থেকে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ২০১৮ সালের ২৯ জানুয়ারি। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে অ্যাজমা, শ্বাসকষ্ট, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চলতি বছরের ১৯ এপ্রিল তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ২১ জুলাই চিকিৎসা শেষে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে ফের আনা হয়।

জেলার তুহিন কান্তি খান আরো জানান, এরপর থেকে তিনি যশোর কারাগারেই বন্দি ছিলেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের ডাক্তার আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। এদিন সকালে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের উপস্থিতিতে তহিদুল ইসলামের ময়নাতদন্ত হয়।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন