Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে অর্থ দন্ড

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত ৪ পিয়াজ ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান করেছেন। কেশবপুর পৌর পাইকারি কাঁচা বাজারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বুধবার সকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়ৎ মালিক জনি মিয়া, মিজানুর রহমান, জিয়াউর রহমান ও ইমরানকে অর্থ দন্ড প্রদান করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর পাইকারি কাঁচা বাজারের যে সকল আড়ৎ মালিক পেঁয়াজের ক্রয় মূল্য রশিদ দেখাতে পারেননি অথচ পাইকারিতে পেঁয়াজের মূল্য ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি করছেন। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (ধারা ৩৮, ৪৩) এ জরিমানা করা হয়। এসময় আড়ৎ মালিক জনি মিয়াকে ১০০০ টাকা, মিজানুর রহমানকে ১০০০ টাকা, জিয়াউর রহমানকে ২০০০ টাকা ও ইমরানকে ২০০০ টাকা জরিমানা প্রদান করেন।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন