Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেশবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের পল্লীতে শারিরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (২০) ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে প্রতিবন্ধী ওই কিশোরীর বাড়ির পাশেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর গ্রামের প্রতিবন্ধি ওই কিশোরী সন্ধ্যার পর বাড়ির পাশে তাল কুড়াতে যায়। এসময় প্রতিবেশি মৃত আরশাদ সরদারের ছেলে আব্দুল মোমিন ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফিরে রাতেই প্রতিবন্ধি কিশোরী তাকে ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে জানায়। ওইদিন রাতেই ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পরদিন বুধবার সকালে কেশবপুর থানার উপ-পরিদর্শক সুপ্রভাত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মোমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার যশোর সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল মোমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন