Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের চাঁচড়া থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে মৃত ব্যক্তি ভবঘুরে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ফাঁড়িতে ফোন করে জানান, চেকপোস্ট এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তি পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছু সময় পর তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দ্রুতগতির কোন যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। এ ঘটনায় কোতায়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন