Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভৈরব নদ বাঁচাতে ৩ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করাসহ তিন দফা দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাস্ট্যান্ড অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। লোড-আনলোডের কাজ বন্ধ রেখে বেলা ১১ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় কয়েক হাজার ঘাট শ্রমিক।

তিন দফা দাবির মধ্যে রয়েছে, ‘নদী বাঁচাও- শ্রমিক বাঁচাও, অবৈধ জেটি স্থাপনা উচ্ছেদ, নদী খনন কাজ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং রাজঘাট থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত নদীর তীরে গাইড ওয়াল নির্মাণ।

শ্রমিকরা এসব দাবি সংবলিত প্লাকার্ড-ব্যানার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে নূরবাগে সমাবেত হয়। এসময় যশোর-খুলনা মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগ ও যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ কামরুল ইসলাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক ইকরাম ফারাজী, বেলাল হোসেন, শ্রমিক নেতা আমির আলী গোলদার, মোল্যা হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম মোল্যা, বাবুল মোল্যা, সোহেল রানা, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম খান, প্রসেনজিৎ দাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক নেতা শেখ আমিনুর রহমান।

বক্তারা বলেন, এক শ্রেণির ব্যবসায়ী ভৈরব নদ দখল করে নির্মাণ করছে ঘাট, গুদাম, স্থাপনা করছে জেটি ও লংবুম। ফলে নদীর স্রোতের গতিধারা বাঁধাগ্রস্থ হয়ে পলি জমে ভরাট হচ্ছে। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। আগামী এক সপ্তাহের মধ্যে এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ভৈরব নদ দখল করে নির্মিত জেটি ও লংবুম অপসারণের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করা হয়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন