Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছায় শ্বশুর বাড়ির নির্যাতনে অন্ত:স্বত্বা গৃহবধূ ঘর ছাড়া

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরে অন্ত:স্বত্বা গৃহবধূ মোছা: মাজেদা বেগম শ্বশুর বাড়ির লোকদের হাতে নির্যাতনের শিকার হয়ে ঘর ছাড়া হয়েছেন। এদিকে থানায় অভিযোগ দায়ের করেও আইনি সহায়তা না পাওয়ায় পেটের ৭ মাসের সন্তান নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।

জানাযায়, যশোর সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের মোঃ আনোয়ার সরদারের মেয়ে সৌদি আরব প্রবাসী মোছা: মাজেদা বেগম (৩৪) সাথে বড় মেঘলা গ্রামের সালাম মোড়লের ছেলে আসাদুজ্জামান সাদ্দাম (৩৫) সাথে ২০১৮ সালের ৮ এপ্রিল বিবাহ হয়। বিয়ের পর মাজেদা নিজ খরচে তার স্বামী সাদ্দামকে সৌদি আরবে নিয়ে যান। এরই মধ্যে মাজেদা ৭ মাসের অন্ত:স্বত্বা হলে স্বামী তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। চলতি মাসের ২ তারিখ দেশে ফিরে বড় মেঘলা গ্রামে শ্বশুর বাড়িতে উঠেন। শুরু হয় শ্বশুর, শ্বাশুড়ি ও ভাসুরের একের পর এক নির্যাতন। কোন উপায় না পেয়ে সে বাপের বাড়িতে চলে আসে।

যশোর কোতয়ালী থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানাগেছে, ৯ তারিখ গৃহবধূ মাজেদা বেগমকে প্রকাশ্যে দুপুরে নতুনহাট বাজারে শ্বশুর সালাম মোড়ল ও তার ছেলে সুমন তাকে তলপেটে লাথি, চড় থাপ্পর, কিল-ঘুষি মেরে বুকে পিঠে আঘাত করে।

এ ঘটনায় পরের দিন মাজেদা বাদী হয়ে তিন জনকে অসামী করে যশোর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোতয়ালী থানায় অভিযোগপত্র গ্রহণ করেন এসআই অনুপম রায়। অনুপম রায়ের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই প্রতিনিধিকে বলেন, সাক্ষাত করেন কথা বলবো। একথা বলে তিনি সংযোগ কেটে দেন।

গৃহবধূ মাজেদা বেগমের ভাসুর মোঃ সুমন হোসেন বলেন, মাজেদা বেগমকে কখনও তিনি দেখেননি। চুরি করে ছোট ভাই সাদ্দামের সাথে সে, বিয়ে করেছে।

শ্বশুর সালাম মোড়ল বলেন, আমাদের সমস্যা মিটিয়ে নিয়েছি। এদিকে, গৃহবধূকে জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে শ্বশুর পরিবার। গৃহবধূ অন্ত:স্বত্বা মাজেদা বেগম অনাগত সন্তানের অনিশ্চয়তার কথা ভেবে মানুষের দাড়ে দাড়ে ঘুরছে ন্যায় বিচার পাওয়ার আশায়।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন