Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ট্রাকের টায়ারে করে ফেনসিডিল পাচার

যশোর প্রতিনিধি

যশোরে অভিনব স্টাইলে ট্রাকের টায়ারের মধ্যে ২৯৩ বোতল ফেনসিডিল পাচার করছিলেন আজিজুর রহমান। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে গোটা রহস্য উন্মোচিত হয়। সোমবার রাত দেড়টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নূতন খয়েরতলা এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ অফিসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। আটক আজিজুর রহমান বেনাপোলের সাদীপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাত ১২ টার দিকে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি টিম। রাত পৌনে একটার দিকে তারা একটি ট্রাককে দাঁড়ানোর সিগন্যাল দিলে চালক দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। এরপর পুলিশ সদস্যরা ধাওয়া করে যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলা এলাকায় গিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। ওই সময় ট্রাকচালক আজিজুরকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা সালাম নামে একজন পালিয়ে যায়। পরে আজিজুরের দেয়া তথ্য মতে ট্রাকের অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুইজনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

খুলনা গেজেট/এমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন