Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শা সীমান্তে ফেনসিডিলসহ শিশু আটক

শার্শা প্রতিনিধি

শার্শার রাড়ীপুকুর এলাকায় অভিযান চালিয়ে শাহিন হোসেন (১৪) নামে এক শিশুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগঁআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই শিশুকে আটক করে। সে কলারোয়ার গয়ড়া গোয়াল বাতান গ্রামের আঃ আলিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন একটি খবর আসে এক শিশু মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে ফেনসিডিলের একটি চালান এনে স্থানীয় রাড়ীপুকুর ময়নার বটতলা নামক স্থানে অবস্থান করছে। এ ধরনের খবরে শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে শাহিন হোসেন নামের এই শিশুকে ৮০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার মন্ডল শাহিন হোসেন নামে এক শিশু মাদক ব্যবসায়ীকে ৮০ বোতল ফেনসিডিল সহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন