Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মরণব্যাধি ক্যান্সারে কেড়ে নিল শিশু সিয়ামের প্রাণ

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সিয়াম হোসেন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। গত রবিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার কাশিপুর গ্রামের গ্যারেজ মিস্ত্রি আরিফ হোসেনের পুত্র।

জানা যায়, গ্যারেজ মিস্ত্রি আরিফ হোসেন কাশিপুর গ্রাম থেকে এসে পৌর এলাকার মোহনপুর গ্রামে বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস শুরু করেন। কয়েক মাস আগে ডাক্তারী পরীক্ষার মাধ্যমে সিয়ামের ক্যান্সার রোগ ধরা পড়ে। সন্তানকে বাঁচাতে সহায়-সম্বল ঘুঁচিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে ছুটেছেন পিতা-মাতা। শিশু সিয়ামের মৃত্যুতে পিতা-মাতা প্রায় বকরুদ্ধ হওয়ার পাশাপাশি এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন স্থানীয় পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন