Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোবাইল চুরি করে পালানোর সময় দু’ভাইকে গণধোলাই

যশোর প্রতিনিধি

যশোরে চায়ের দোকানে এসে মোবাইল চুরি করে পালিয়ে যাবার সময় জনতা দুই ভাইকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত দবির বিশ্বাসের ছেলে দুই ভাই মিন্টু বিশ্বাস (৩৫) ও লাল্টু বিশ্বাস (২৮)।

এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি গ্রামের হানিফ মোড়লের ছেলে রফিকুল ইসলাম শুক্রবার রাতে কোতয়ালি থানায় দায়েরকৃত মামলায় বলেছেন, সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের মকবুলের স-মিলের মোড়ে তার চায়ের দোকান রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মিন্টু ও লাল্টু বাজাজ প্লাটিনা মোটর সাইকেলে এসে তার চায়ের দোকানে চা পান করে। চলে যাবার সময় দোকানের টেবিলের উপর রাখা একটি স্যামসং মোবাইল ফোন (মূল্য আনুমানিক ২০ হাজার টাকা) নিয়ে মোটরসাইকেলে উঠে পালিয়ে যাবার চেষ্টা করে।

এ সময় রফিকুলের চিৎকারে স্থানীয়রা এসে মোটরসাইকেলসহ মোবাইল চোর দুই ভাইকে ধরে গণধোলাই দেয়। তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিযে যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন