বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে শনিবার সকালে মৎস্য ঘেরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই এলাকার ইউপি সদস্য আব্দুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে নাঈম (২) বাড়ির পাশে মৎস্য ঘেরের পানিতে পড়ে মারা যায়। প্রতিদিনের ন্যায় সে সকালে বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে সকলের অগচরে মৎস্য ঘেরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।

তার মা বাড়িতে তাকে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজ করতে থাকে। ওই সময় পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজির এক পর্যায়ে মৎস্য ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন