Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর বারের সাবেক সেক্রেটারি সালাহউদ্দিন স্বপনের ইন্তেকাল

যশোর প্রতিনিধি

যশোরের বর্ষিয়ান আইনজীবী ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন স্বপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের ভাইপো সিরাজুস সালেকিন জানান, শনিবার সকালে নিহতের লাশ ঢাকা থেকে যশোরে নিয়ে আসা হয়। এরপর আসর বাদ জিলা স্কুল প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হবে।

যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন কিউনি জনিত রোগসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ভুগছিলেন। এরই মাঝে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, বর্ষিয়ান এ আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি এম ইদ্রিস আলী জানান, তার মৃত্যুতে আগামীকাল রোববার জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২ টায় জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সালাহউদ্দিন স্বপন ১৯৭৮ সালের ২৫ অক্টোবর আইনজীবী সমিতিতে যোগদান করেন। এরপর তিনি সুনামের সাথে আইন পেশায় যুক্ত ছিলেন। তিনি শহরের খড়কি এলাকার মৃত আলাউদ্দিন আহম্মেদের ছেলে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন