Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবিতে ৩৯ জনের করোনা নমুনা পজিটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা পরীক্ষায় তিন জেলার ৩৯ টি নমুনা পজিটিভ হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে বুধবার এ ফলাফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডা. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সন্দেহভাজন ২০২ করোনা রোগীর শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩৯টি পজিটিভ এবং ১৬৩টি নেগেটিভ হয়েছে।

এদিন যশোরের ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ টি পজিটিভ হয়। এছাড়া মাগুরার ৪৯টি নমুনার মধ্যে আটটি এবং নড়াইলের ৪৫টি নমুনার মধ্যে ১১টি পজিটিভ ফলাফল দেয়। বুধবার পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট তিন সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলা মোট ৩ হাজার ৫৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪১ জন।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন