Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোল সীমান্তে ৭ জন রোহিঙ্গা আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বুধবার দুপুরে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটককৃতরা হলো আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল হালিম (৫৩), হাসেম আলীর ছেলে মোঃ কাওছার আলী (২২), দুলু মিয়ার মেয়ে মোসাম্মৎ খুশি বেগম (২১), শামসুল আলমের ছেলে সৈয়দুল কাউসার (২১), সৈয়দ আহমেদের মেয়ে মোসাম্মৎ কানিস বিবি (২৭), নুরুল হকের মেছে মোসাম্মদ দিলজান খাতুন (১৬) ও কাউছার আলীর ছেলে মোহাম্মদ সালমান (০২)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে সাত রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকে কক্সবাজার জেলার টেকনাফ থানার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো। এদের প্রকৃত ঠিকানা মায়ানমারের অধিবাসি। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন