Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
স্থলবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত

বেনাপোল বন্দরে জরুরি ভিত্তিতে ক্রেন, ফর্কলিফ্ট, নতুন শেড নির্মাণ ও জমি অধিগ্রহণ হবে

শার্শা প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে জরুরি ভিত্তিতে ক্রেন, ফর্কলিফ্ট, নতুন ৫ টি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বুধবার দুপুরে বেনাপোল বন্দর অডিটরিয়ামে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান।

বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তৃতা করেন বন্দরের পরিচালক মামুন কবির তরফদার, কাস্টমস এর সহকারী কমিশনার উত্তম চাকমা, বেনাপোল সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, বেনাপোল পৌর আ’লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহেদুজ্জামান অহিদ ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজী, সিএন্ডএফ এজন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

বৈঠকে আগামী দু’মাসের মধ্যে জরুরি ভিত্তিতে নতুন ক্রেন, ফর্কলিফ্ট, নতুন ৫ টি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন