Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবির জিনোম সেন্টারে ৪১ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে সোমবার ২০০টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকালে অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যশোর জেলার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩১টি নমুনার ফলাফল পজিটিভ হয়েছে। এছাড়া মাগুরার ৩৪টির মধ্যে তিনটি এবং নড়াইলের ২৪টির মধ্যে সাতটি পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ যবিপ্রবি ল্যাবে মোট ২০০টি নমুনা পরীক্ষা করে ৪১টি নমুনা পজিটিভ ও ১৫৯টি নেগেটিভ ফলাফল মিলেছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৫০৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ২০৪ জন। আর মারা গেছেন ৪০ জন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন