Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
গণপিটুনিতে ট্রাক চালক আহত

যশোরে সড়ক দূর্ঘটনায় দু’ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি

যশোর-মাগুরা মহাসড়কের সাদিপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালককে বেধড়ক গণপিটুনি দিয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কের মোটরপার্টস ব্যবসায়ী ও শহরের বেজপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে শামিম হোসেন (২০) ও শহরের মোল্লাপাড়া এলাকার শাওন হোসেন (২২)। আর গণপিটুনিতে আহত ট্রাক চালকের নাম ফজলুর রহমান (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যার দিকে যশোর-মাগুরা সড়কের সাদিপুর মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শামিম ও শাওন নিহত হয়। পরে উত্তেজিত জনগণ ট্রাক চালককে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত অবস্থায় ট্রাকচালক ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, আহত ট্রাকচালককে ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/ লিটন/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন