Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অভয়নগরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

যশোর অভয়নগরে পৃথক অভিযানে ১৯৫পিস ইয়াবা ও ৫০০গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার করে র‌্যাব-৬। এসব ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৬ সূত্র জানিয়েছেন, যশোরের অভয়নগর থানাধীন ভাঙ্গা গেইট এলাকা থেকে সোমবার দুপুরে ১৯৫পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা মোঃ ইমদাদুল হক সোহেল রানা (৩৬) যশোরের অভয়নগরের ধোপাদী এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।

অন্যদিকে, যশোরের অভয়নগর থানাধীন ছোট সুন্দলী কলেজ মোড় এলাকা থেকে সোমবার দুপুরে ৫০০গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হল যশোরের মনিরামপুর থানার লাউকুন্ডা গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ আলী হাফেজ (২৭) ও অভয়নগরের আমডাঙ্গা এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সোহেল কাজী (৩২)। গাঁজা, মোটরসাইকেল, মোবাইল ও টাকাসহ তাদেরকে অভয়নগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন