Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ফোরলেন সড়ক বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি

যশোর শহরের চাঁচড়া থেকে দড়াটানা পর্যন্ত ফোর লেন সড়ক বাস্তবায়নে সড়কের জমি প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন যশোরের উদ্যোগে দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ বলেন, ‘যশোর-বেনাপোল সড়কে স্টান্ডার্ড দুই লেনের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এ সড়কের যশোর শহরের চাঁচড়া থেকে দড়াটানা পর্যন্ত ফোর লেনের কাজ চলছে। সড়কটি নির্মাণে সার্কিট হাউজ থেকে দড়াটানা পর্যন্ত সড়কের পাশে জমি নেই। তবে এ এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জমি রয়েছে। সড়কটি প্রশস্তে ইতিমধ্যে যশোর ইন্সটিটিউট ও পোস্ট অফিস কর্তৃপক্ষ জমি ছাড়তে রাজি হয়েছে।’

জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা জজ আদালত কর্তৃপক্ষ জমি ছাড়লে রাস্তাটি প্রশস্ত করা সম্ভব। এমতাবস্থায় যশোরবাসীর বৃহত্তর স্বার্থে রাস্তাটি প্রশস্তকরণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন