Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নওয়াপাড়ায় বৃদ্ধের অপমৃত্যুর পাঁচ মাস পর হত্যা মামলা

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া ছালাভরা বিলের অংশ ধানের জমিতে বৃদ্ধ আব্দুল জলিল বিশ্বাসের (৫৭) অপমৃত্যু মামলা পাঁচ মাস পর হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে।

নিহত বৃদ্ধের মেয়ে যশোর সদর উপজেলার বাহাদুরপুর হাউজিং প্লট এলাকার নাজমুল হোসাইনের স্ত্রী পলি খাতুন বাদী হয়ে রোববার রাতে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৭ মার্চ সকাল ১০টায় তার পিতা আব্দুল জলিল বিশ্বাস কিসমত নওয়াপাড়া গ্রামের ইজাহারের ৩ বিঘা জমি বর্গা নিয়ে লেবার সাথে নিয়ে মাঠে কাজ করছিল। লেবাররা চলে যাওয়ার সময় ওইদিন তার পিতা দুপুর আড়াইটার সময় ছাগলের জন্য ঘাস কাটছিল। এরপর বিকেল সাড়ে ৪ টায় খবর পান তার পিতার লাশ সেখানে পড়ে আছে।

তিনি মামলায় আরো উল্লেখ করেন, তার পিতা আব্দুল জলিল বিশ্বাস দীর্ঘদিন যাবৎ টিবি রোগে ভুগছিল। তার পিতার মরদেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়।

এরপর শনিবার ৫ সেপ্টেম্বর থানায় বাদিকে খবর দেয়া হয় ময়না তদন্ত রিপোর্টে তার পিতাকে হত্যা করা হয়েছে বলে মেডিকেল বোর্ড রিপোর্ট দিয়েছে।ওই রিপোর্টের ভিত্তিতে এ হত্যা মামলা রেকর্ড হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন