Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর তিন কিশোর হত্যা মামলায় নির্যাতিত কিশোরদের জবানবন্দি

যশোর প্রতিনিধি

যশোরে ৩ বন্দি কিশোর হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নির্যাতিত বন্দিদের জবানবন্দি গ্রহণ শুরু হয়েছে। নির্যাতনের শিকার ৩ বন্দি আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

শিশু বন্দিরা হলেন যশোর শহরের কাঠেরপুল এলাকার হাসিনার বাড়ির ভাড়াটিয়া রনির ছেলে ছোট হৃদয়, শহরতলীর ধর্মতলা বউবাজার এলাকার আসাদুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল মাহিম ও লালমনিরহাটের পটিগ্রাম থানার রসুলপুর এলাকার মফিজুল হকের ছেলে মোস্তফা কামাল হৃদয়।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন শনিবার বিকেলে তাদের জবানবন্দি গ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর রোকিবুজ্জামান।

তিনি জানান, এ তিনবন্দি নির্যাতন ও হত্যার সময় কারা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। কারা কারা অংশ নিয়েছে তা আদালতে জানিয়েছেন। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলে জানান রোকিবুজ্জামান।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ জন বন্দির ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হলে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়। মামলার তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা আহত ১৫ জনের ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি গ্রহনের আবেদন জানান। আদালত আবেদন মজ্ঞুর করেন। সোমবারও আরো তিনজনের জবানবন্দি গ্রহন করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন