Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলের জামাল হত্যা মামলায় স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে পুনঃচার্জশিট

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল ধান্যখোলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল উদ্দীন হত্যা মামলায় স্ত্রীসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে পুনঃচার্জশিট দিয়েছে পিবিআই।

অভিযুক্তরা হলেন, ধান্যখোলা গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে নিহতের স্ত্রী আয়েশা বেগম, শ্বাশুড়ি ফুলসুরাত বেগম, আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান আশিক, আমান উল্লাহর ছেলে রিয়াজুল ইসলাম, সদরের তপশীডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে সোহেল রানা, আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকিব হোসেন কুদ্দুস।

মামলার তদন্ত শেষে শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই আরিফুর রহমান ফারাজী।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ মে মালয়েশিয়া থেকে দেশে আসেন জামাল উদ্দিন। এদিন রাত নয়টার দিকে তিনি পাশেই শ্বশুর বাড়িতে যান। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জামালকে পিটিয়ে হত্যা করে। জামালের পরিবার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে জামালকে মৃত দেখতে পায়। এ ঘটনায় নিহতের ভাই বাবর আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন