Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে দু’বোনকে পিটিয়ে হাসপাতালে পাঠালো দুই ভাই

যশোর প্রতিনিধি

যশোরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন ভাই ও ভাবীর হামলায় দুই বোন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার শংকরপুর চোপদার পাড়ায়। মামলায় আসামি করা হয়েছে, ওই এলাকার মৃত নুর উদ্দিন শেখ এর ছেলে রেজাউল করিম, রফিকুল ইসলাম, রবিউল ইসলামের স্ত্রী তাসলি বেগম ও রফিকুল ইসলামের স্ত্রী রোশনি খাতুন।

শহরের শংকরপুর চোপদারপাড়ার সামসুজ্জোহার স্ত্রী রাবেয়া খাতুন ওরফে শিউলী কোতয়ালি মডেল থানায় শনিবার রাতে দায়েরকৃত মামলায় বলেছেন, আসামী রেজাউল করিম ও রফিকুল ইসলাম তার আপন ভাই এবং তাসলি বেগম ও রোশনি খাতুন তাদের ভাইয়ের স্ত্রী। আসামিরা ক্রয় সূত্রে ১০ শতক ও দান পূত্র সূত্রে ৭ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় রাবেয়া খাতুন শিউলীর বড় বোন সেলিনা বেগম গাছ থেকে নারিকেল পাড়তে থাকলে দুই ভাই গালিগালাজের এক পর্যায় হাতে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এসময় দুই বোনকে তাদের দুই ভাই ও ভাবীরা পিটিয়ে গুরুতর আহত করে। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন