Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছায় বিএনপি নেতা বাবুল খানের ইন্তেকাল

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান ওরফে বাবুল খান শুক্রবার রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৬২) বছর। স্ত্রী, এক পুত্র আত্মীয় পরিজন রেখে তিনি বিদায় নিলেন।

বিএনপি নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই দলমত নির্বিশেষে শত শত মানুষের ভিড় জমে। তার একমাত্র পুত্র উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি ঢাকাতে অবস্থান করায় মরহুম বাবুল খানের দাফনের সিদ্ধান্ত নেয়া হয়নি।

ছেলে রনি ঢাকা থেকে ঝিকরগাছার বাড়িতে পৌঁছানোর পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন।

এদিকে তার মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যশোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন