Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

নির্যাতিত ১৫ বন্দীর জবানবন্দি পর্যায়ক্রমে গ্রহণ করা হবে

যশোর প্রতিনিধি

যশোরে তিন কিশোরকে পিটিয়ে হত্যার মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) নির্যাতিত ১৫ বন্দীর পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি গ্রহণের আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন এই আদেশ দেন।

৩ বন্দী কিশোর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রোকিবুজ্জামান নির্যাতনের শিকার ওই ১৫ বন্দীর জবানবন্দি গ্রহণের জন্য গত ১ সেপ্টেম্বর আদালতে আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত।

নির্যাতিত ১৫ বন্দি হচ্ছে, লালমনিরহাটের মোস্তফা কামাল হৃদয়, যশোরের ছোট হৃদয়, আব্দুল্লাহ আল মাহিম, মারুফ ওরফে ইশান, রাকিব, গোপালগঞ্জের পলাশ, নড়াইলের সাব্বির হোসেন, বগুড়ার সাব্বির প্রামাণিক, ভারতের নাঈম খান ওরফে তামিম ফকির, চুয়াডাঙ্গার পাভেল, নোয়াখালীর জাবেদ হোসেন, খুলনার আরমান খলিফা, বাগেরহাটের লিমন খান, নাটোরের সাকিব খান ও বগুড়ার রূপক।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ বন্দি কিশোরের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ৩ বন্দি নিহত ও ১৫ জন আহত হয়।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন