বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চৌগাছার আজগর হত্যা, আদালতে মামলা

যশোর প্রতিনিধি

যশোর চৌগাছার পাশাপোল গ্রামের আজগর আলী হত্যার অভিযোগে একই পরিবারের সাতজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান অভিযোগটি গ্রহণ করে আগামি ৯ সেপ্টেম্বরের মধ্যে চৌগাছা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

নিহতের ছেলে আশিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো পাশাপোল গ্রামের মোজাফফর হোসেনের দুই ছেলে তুষার হোসেন তপন ও স্বপন, স্ত্রী সবুরা বেগম, তপনের স্ত্রী মুক্তা খাতুন, ছেলে রনি, স্বপনের দুই ছেলে রাহাত ও রনি।

মামলার অভিযোগে জানা গেছে, আসমিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আজগর আলীর। জমি দখলে ব্যর্থ হয়ে আসামিরা আজগর আলীকে খুন জখমের ষড়যন্ত্র করে আসছিল। গত ১ ফেব্রুয়ারি রাতে আসামিরা আজগর আলীর বাড়িতে হামলা চালায়। এসময় তারা আজগর আলী ও তার স্ত্রী চায়না খাতুনকে বেধড়ক মারপিট করে। পিটুনীতে গুরুতর জখম আজগর আলী ঘটনাস্থলে মারা যায়। নিহতের ছেলে আশিকুল এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ না করায় বুধবার তিনি আদালতে এ মামলা করেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন