Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

শার্শা প্রতিনিধি

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা শার্শা সীমান্তের বাগআচড়া এলাকায় বুধবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই জনকে আটক করা হয়েছে।

৫ হাজার ৫০৪ পাতায় মোট ২ লাখ ৭৫ হাজার ২শ’ পিস ভারতীয় প্যারাকটিন, সিপ্রো, হাইড্রোক্লোরাইড ও হেপটাডিন ট্যাবলেটসহ আনসার আলীর ছেলে জাহিদুল (৩১) ও আবুল হোসেনের ছেলে আঃ আজিজ (৩৮) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে। আটকদের উভয়ের বাড়ি শার্শার শিবনাথপুর বারোপোতা গ্রামে।

যশোর র‌্যাব – ৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি আভিযানিক দল শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ানের টেংরা গ্রামের চৌরাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কমান্ডার সরোয়ার হুসাইন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন