Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মণিরামপুরের এলজিআরডি প্রতিমন্ত্রীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরের অবহেলিত জনপথের সড়ক নির্মাণসহ সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাব ভবনে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের বড় অবদান রয়েছে। কিন্তু কিছু হলুদ সাংবাদিক শীর্ষ জনপ্রতিনিধিসহ সমাজের সম্মানীয় মানুষকে হেয় প্রতিপন্ন করতে পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু মিডিয়ায় কুৎসা রটাচ্ছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বাঁধাগ্রস্থের শামিল বলে তিনি মন্তব্য করেন।

প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিকের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আযম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, প্রবীণ আ’লীগ নেতা নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, মাযহারুল আনোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীন, এসএম মজনুর রহমান, শাহিনুর রহমান পান্না, প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম ফারুক আলম, প্রভাষক নূরুল হক, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ সেলিম, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক প্রমুখ।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন